Unknown crocodile
0 Subscriptions 0 Followers
অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশনে অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শিক্ষামন্ত্রী বলেন, সরকার নির্ধারিত যে ফি আছে সেই ফি এর বাইরে কেউ যদি অতিরিক্ত চার্জ করে, সুনির্দিষ্টভাবে আমাদের কাছে কেউ যদি অভিযোগ করে তাহলে আমরা সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।
আসন্ন নির্বাচন নিয়ে এক প্রশ্নে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি বলেন, আওয়ামী লীগ নির্বাচনের দল। নির্বাচন ছাড়া অন্য কোনো পদ্ধতিতে দেশ পরিচালনায় দায়িত্বে কোনোদিন আসিনি, আসা সম্ভবও নয়। কারণ আমরা একটি গণতান্ত্রিক দল। কাজেই আমরা নির্বাচনমুখী সবসময়ই।
তিনি বলেন, একটি নির্বাচন সবার অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ নিরপেক্ষ হবে। উৎসব মুখর নির্বাচন হবে সেটি আমাদের সবার প্রত্যাশা।
দীপু মনি বলেন, যেহেতু গত নির্বাচনেও বিএনপি অংশ নিয়েছে। যেহেতু তারা একটি রাজনৈতিক দল, অবশ্যই এবারের নির্বাচনেও অংশ নেবে-এটি আমাদের প্রত্যাশা।