কলিজার বন্ধু💔
বড়ই টালমাটাল অবস্থা এখন আমার । কিছুই বুঝে উঠতে পারছিনা । কোনটা সঠিক কোনটা বেঠিক ,কোনটা আমার কোনটা তোমার, বিশ্বাসের ভিত্তিটা নড়বড়ে হতে হতে একদম তলানিতে ঠেকেছে। মন খুলে কথা বলার মত মানুষের বড়ই অভাব । সত্য মিথ্যা যাচাইয়ের আগেই বৈশাখী ঝড় জানো নেমে আসে, দ্রব্যমূল্যের দাম যেমন ওঠানামা করে ঠিক তেমনি এখন মানুষগুলো তাদের বিচার বিশ্লেষণ করতে একই রূপে রূপান্তরিত হয়। ভাবতেই অবাক লাগে সত্যটা জানার পরও মিথ্যার ডুগডুগি বাঁচাতে ব্যস্ত মানুষ, আগের পাড়া-মহল্লায় দু একটা লোক পাওয়া যেত, পরের আলোচনায় ব্যস্ত থাক তে, এখন হাট বসেছে কে কাকে ধরে কত নিচে নামাবে তার প্রতিযোগিতা চলছে। রাজনীতি এখন দাবার গুটির মত চালেই সীমাবদ্ধ। ভালো মন্দের বিচার বিশ্লেষণ প্রয়োজন নেই তেলবাজি হুক্কা হুয়া, এই অসম প্রতিযোগিতায় অনেক ভালো মানুষ মাথা নিচু করে আত্মসম্মানের ভয়ে গুটিয়ে নিচ্ছে নিজেকে। এখন নির্লজ্জ বেহায়া অশিক্ষিত পেশিশক্তি তেলবাজরা অসৎ উপায়ে উপার্জনের জন্য মরিয়া হয়ে একপ্রকার মরিয়া হয়ে হায়নার মত রাজনীতির দিকে ধাবিত হচ্ছে, ফলে সমাজে যাদের মূল্য পাওয়ার কথা তারা মূল্যহীন হয়ে পড়ছে। এরই মধ্যে সমাজের বিভিন্ন স্তরে সামাজিক অস্থিরতা অসংগতি এবং এর কুপ্রভাব পরিলক্ষিত হচ্ছে,। তাই নিজেকে নিরাপত্তাহীনতায় ভুগতে হয়, এত অসঙ্গতি পরিলক্ষিত হচ্ছে যে সমাজের বিত্তবান সুশীল সমাজ আমলা রাজনীতিবিদ সহ সব স্তরে যেন অবিশ্বাস এবং জনগণের সাথে একটা বিরাট দূরত্ব দেখা দিয়েছে যা বারে বারে পিড়া দেয়, একটা বিরাট আস্থাহীনতা দেখা দিয়েছে এই মনে। তাই বলতেই হয় বেসামাল হয়ে গেছি হয়ে গেছি টালমাটাল।
লেখক
মজা দার
১৬.০৩.২২ পঞ্চগড় ।