There are no advertisements in the Rangpur City yet
https://avalanches.com/bd/rangpur_2037855_17_05_2022

রংপুরে গতকাল (১৭ মে) মঙ্গলবার দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪১ তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেন জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন। সারাদেশের ন্যায় রংপুরেও নানা কর্মসুচীর মধ্যদিয়ে এ দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে সকালে নগরীর বেতপট্রিস্থ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অপর্ন করে নেতাকর্মীরা। পরে দুপুরে একটি বর্নাঢ্য র‍্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ডিসির মোড়ে বঙ্গবন্ধুর মুরালে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, রংপুর মহানগর আওয়ামীলীগ সভাপতি মোঃ সাফিয়ার রহমান শফি, মহানগর যুবলীগ সভাপতি মোঃ সিরাজুম মনির বাশার, সাধারণ সম্পাদক সম্পাদক মুরাদ হোসেন, জাতীয় শ্রমিক লীগ সভাপতি প্রান কৃষ্ণ গোস্মামী , সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুখু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় মহানগর সভাপতি সাফিয়ার রহমান শফি বলেন, ১৭ মে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দীর্ঘ বছর প্রবাসে জীবন কাটিয়ে ১৯৮১ সালের এই দিনে নিজ মাতৃভুমিতে আসেন তিনি । ওই দিন সারা দেশ থেকে আসা লাখো মানুষ তাকে স্বাগত জানান,ভালোবাসায় সিক্ত হন বঙ্গবন্ধুকন্যা।

এছাড়াও মহানগর যুবলীগ নেতা সিরাজুম মনির বাশার বলে, বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় বেঁচে যান। দুঃখের বিষয়, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করা হয়। বিদেশে অবস্থানকালে ১৯৮১ সালের ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে শেখ হাসিনা দলের সভানেত্রী নির্বাচিত হন।

শেষে মুর‍্যালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, এক মিনিট নীরবতা পালন ও জাতির পিতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ছাড়াও প্রধান মন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন নেতা কর্মীরা।

Show more
0
16
https://avalanches.com/bd/rangpur_2037854_17_05_2022

রংপুর মহানগরীর কোতয়ালী থানা আওয়ামীলীগের নব্য সম্মেলনের মাধ্যমে গঠিত সভাপতি তৌহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহাজাদা আরমান শাহাজাদাকে ফুলেল শুভেচছা ও মিষ্টি মুখ করিয়ে বরণ করেন ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগ। গত সোমবার (১৬ মে) রাতে স্টেশন রোডস্থ ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে নব্য কমিটিকে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বরণ অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল গনি দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ সনুর সঞ্চালনায় বক্তব্য রাখেন নবগঠিত কোতয়ালি থানা আওয়ামীলীগের সভাপতি তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহাজাদা আরমান শাহাজাদা, ২৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি রাসেল রুকন, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম রবি, দপ্তর সম্পাদক সমশের আলী, কোষাধ্যক্ষ কোরবান আলী, শ্রম বিষয়ক সম্পাদক মোন্নাফ মিয়াসহ সকল ওয়ার্ড হতে আগত নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, আগামীতে থানা ও ওয়ার্ড আওয়ামীলীগ এক হয়ে কাজ করার জন্য সকলে সম্মতি জ্ঞাপন করেন। আলোচনা শেষে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ও মিষ্টি মুখ করে সভাপতি ও সাধারণ সম্পাদককে বরণ করা হয়।

Show more
0
28
https://avalanches.com/bd/rangpur_2037853_17_05_2022

অসহনীয় মূল্যবৃদ্ধির প্রতিবাদে রংপুরে বামজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ-সয়াবিন তেল,চাল,ডাল,আটা,চিনি, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের অসহনীয় মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং ব্যর্থ বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে গতকাল ১৭ মে ২০২২ সকাল ১১টায় বাম গণতান্ত্রিক জোট রংপুর জেলা শাখার উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।রংপুর প্রেসক্লাব চত্তরে অনুষ্ঠিত সমাবেশে সিপিবি রংপুর জেলার সভাপতি কমরেড শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ রংপুর জেলার আহ্বায়ক কমরেড আব্দুল কুদ্দুস,বাসদ(মার্কসবাদী),রংপুর জেলার সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু,সিপিবি রংপুর মহানগর কমিটির সভাপতি সাজ্জাদুর রহমান সাজু।সঞ্চালনা করেন বাসদ রংপুর জেলার সদস্যসচিব মমিনুল ইসলাম।নেতৃবৃন্দ বলেন সরকার ১ভাগ ধনীর স্বার্থে ৯৯ভাগ সাধারণ মানুষ লুটপাট করার সুযোগ তৈরি করে দিয়েছে।পর্যাপ্ত মজুদ থাকার পরও সিন্ডিকেটের কারসাজিতে সকল পণ্যের অসহনীয় মূল্যবৃদ্ধি হয়েছে।এদের বিরুদ্ধে লোক দেখানো অভিযান পরিচালনা করছে সরকার,যার কোন প্রভাবই বাজারে পড়ছে না।ফলে ব্যর্থ বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন নেতৃবৃন্দ।একদিকে মানুষ যখন মূল্যবৃদ্ধিতে সঙ্কটাপন্ন ঠিক সেই সময় যে ভূমিহীনরা সরকারী খাস জমিতে,রেলের ধারে, রাস্তার ধারে কোনরকম মাথা গোঁজার ঠাঁই করেছে কোন পুনর্বাসন ছাড়াই তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে।নেতৃবৃন্দ বলেন টাকাওয়ালারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে হাজার হাজার বিঘা খাসজমি দখল করে রেখেছে-এদের বিষয়ে সরকার নিশ্চুপ। শুধু টিভিতে প্রচার নয় ভূমিদস্যুদের কবল থেকে খাসজমি উদ্ধার করে প্রকৃত ভূমিহীনদের পুনর্বাসনের জন্য সরকারের কাছে জোর দাবি জানান নেতৃবৃন্দ।সমাবেশ শেষে প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Show more
0
16
https://avalanches.com/bd/rangpur_2037852_17_05_2022

রসিক এ রাস্তা পাকা ও সংস্কার করণ কাজ শুরু-স্টাফ রিপোর্টার ॥রংপুর মহানগরীর ৩২ ও ৩৩ নং ওয়ার্ডের রাস্তা পাকা ও সংস্কার করণ কাজ শুরু করেছেন রংপুর সিটি কর্পোরেশন। ডিপিবির অর্থায়নে এক কোটি ২০ লক্ষ টাকা ব্যায়ে গতকাল মঙ্গলবার দুপুরে ৩৩ নং ওয়ার্ডের আজিজুল্লাহ বসুনিয়াপাড়ায় ৬২০ মিটার কাচাঁ রাস্তা পাকাকরণ এবং ৩২ নং ওয়ার্ডে ১৫০০ মিটার রাস্তা সংস্কারকরণ কাজ শুরু করা হয়। দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা ফিতা কেটে উক্ত রাস্তাপাকা ও সংস্কার করণ কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌসলী মোঃ আবু তালেব সরকার, ৩৩নং ওয়ার্ড কাউসিলর আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, ৩২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোর্শেদ শামিম ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ নাজমুন্নাহার নাজমাসহ স্থানীয় সূধীজন।

Show more
0
1
https://avalanches.com/bd/rangpur_2037851_17_05_2022

উত্তরের জনপদে হতে পারে ভারী বৃষ্টি-মঙ্গলবার (১৭ মে) সন্ধ্যায় এমন আভাস দিয়েছে আবহাওয়া অফিস।আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। এই অবস্থায় বুধবার (১৮ মে) সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই/এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়াে হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানােসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেসঙ্গে দেশের উত্তরপূর্বাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

Show more
0
1
https://avalanches.com/bd/rang_2002622_11_05_2022

‘অতিরিক্ত ফি’ নেওয়ার অভিযোগ পেলেই ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশনে অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শিক্ষামন্ত্রী বলেন, সরকার নির্ধারিত যে ফি আছে সেই ফি এর বাইরে কেউ যদি অতিরিক্ত চার্জ করে, সুনির্দিষ্টভাবে আমাদের কাছে কেউ যদি অভিযোগ করে তাহলে আমরা সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।

আসন্ন নির্বাচন নিয়ে এক প্রশ্নে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি বলেন, আওয়ামী লীগ নির্বাচনের দল। নির্বাচন ছাড়া অন্য কোনো পদ্ধতিতে দেশ পরিচালনায় দায়িত্বে কোনোদিন আসিনি, আসা সম্ভবও নয়। কারণ আমরা একটি গণতান্ত্রিক দল। কাজেই আমরা নির্বাচনমুখী সবসময়ই।

তিনি বলেন, একটি নির্বাচন সবার অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ নিরপেক্ষ হবে। উৎসব মুখর নির্বাচন হবে সেটি আমাদের সবার প্রত্যাশা।

দীপু মনি বলেন, যেহেতু গত নির্বাচনেও বিএনপি অংশ নিয়েছে। যেহেতু তারা একটি রাজনৈতিক দল, অবশ্যই এবারের নির্বাচনেও অংশ নেবে-এটি আমাদের প্রত্যাশা।

Show more
0
17

- কম্বলের সাথে Break Up কইরা!

- Fan এর সাথে রিলেশান শুরু কইরা দিছি!


0
28
https://avalanches.com/bd/rangpur_httpsrangpur24comwpadminpostphppost41580ampactionedit1279152_31_01_2021

উত্তম হাজীরহাট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান


রংপুর মহানরীর উত্তম হাজীরহাট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান গতকাল উত্তম হাজীরহাট বাজার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

উত্তম হাজীরহাট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।

উত্তম হাজীরহাট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ ওেদওয়ানুল ইসলাম রতনের স ালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম, ১,২ও ৩ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ নাছিমা আমিন, বাংলাদেশ দোকান মালিক সমিতি রংপুর মহানগর কমিটির সভাপতি মোঃ জাবেদ হোসেন জুয়েল, সিনিয়র সহ-সভাপতি আশরাফুদ্দৌলা আরজু, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সহ-সভাপতি মফিজার রহমান চান্দ, যূগ্ম সাধারণ সম্পাদক জুয়েলুর রহমান জুয়েল, আলমগীর হোসেন, শহিদুল ইসলাম খোকন, প্রচার সম্পাদক জহির আলম গোলাপ, তরুণ সমাজ সেবক তারভীর হোসেন আশরাফি, জাফরগঞ্জ স্কুল এন্ড কলেজের সভাপতি কামাল মোহাম্মদ রাসেল, সাবেক ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম, কবীর গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ এর চেয়ারম্যান মোঃ কবীর চৌধুরী, শামীম চাউল কল এর প্রোপাইটার মোঃ শামীম হোসেন, বিশিষ্ঠ ব্যবসায়ী হাফেজ মোঃ আব্দুল হান্নান প্রমূখ।

উত্তম হাজীরহাট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান ত্রি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ লিটন পারভেজ এবং স্বাগত বক্তব্য রাখেন অত্র কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠান শেষে নব-নির্বাচিত নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দদের সম্মাননা ক্রেষ্ট ও ফুলেল শুভেচ্ছা জানান অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।###


Show more
0
28

Latest on Messi's transfer


One more time Messi is considering to stay at Barcelona Football Club as his contract will be inactive at the end of the 2020/21 session and he will be available for free. As his cousin has said, It is very difficult for Messi to leave Barcelona for now. He feels that Messi stay at Barcelona and leave the club finishing his contract with the club. Messi's Father went to have a final talks with the Board President, though nothing resolved, his cousin's comment on his leaving indicates his staying at Barcelona for one more year to be free to leave Barcelona.

Show more
0
45
Other News Bangladesh

"Hamari Pahchan: A Guiding Light for the Elderly


In a world bustling with rapid changes, Hamari Pachan stands as a beacon of compassion and support for the elderly. This remarkable organization embraces the wisdom and experience of our seniors, offering a helping hand when they need it most. With services ranging from healthcare assistance to companionship programs, Hamari Pachan creates a nurturing environment where the elderly can thrive. Every act of kindness reverberates through generations, reminding us of the enduring importance of caring for those who laid the foundation of our society. In a testament to humanity's interconnectedness, Hamari Pachan illuminates the path towards a brighter future for all."

Show more
0
5
https://avalanches.com/bd/rajshahi_eampa_cheat_center6719781_07_07_2023

E&A Cheat Center

-----


We offer cheats for tons of games! Such as Valorant, Fortnite, and Gorilla tag cheats. We hope to get more cheats for you guys soon!

-----

We will provide you with a full refund if you don't get the product to work.

-----

Join now: https://discord.gg/fUgTpuM4Zd

Show more
0
7
https://avalanches.com/bd/chittagonga_ummey_salma_raaya_born_september_8_2004_is_a_bangladeshi_writer_kn6719779_06_07_2023

Best Books & Series Collections of Ummey Salma Raaya


Ummеy Salma Raaya is a Bangladеshi writer, known for hеr rеmarkablе contributions to contеmporary litеraturе. She was born on 8 September, 2004 from Bagеrhat, Bangladеsh. Raaya bеgan hеr writing journеy in 2018 and quickly gainеd rеcognition for hеr poignant and еvocativе poеms.


Sincе еmbarking on hеr writing carееr, Ummеy Salma Raaya has pеnnеd numеrous captivating poеms and thought-provoking books that havе rеsonatеd with rеadеrs of all agеs. Hеr poеtry showcasеs hеr dееp undеrstanding of human еmotions, sociеtal issuеs, and thе complеxitiеs of lifе.

Collеction of Poеms


  • Ek Jug Porе - এক যুগ পরে (2017)
  • Osrushikto - অশ্রুসিক্ত (2018)
  • Pathoshishu - পথশিশু (2020)
  • Shadhinota Ki Etoi Sohoj - স্বাধীনতা কী এতই সহজ (2022)
  • Samajpati - সমাজপতি (2022)
  • Dеyal - দেয়াল (2023)
  • Vanga Prachir - ভাঙা প্রাচীর (2023)
  • Mukhoshеr Aralе - মুখোশের আড়ালে (2023)

Collеction of Books


  • Shikal Bеri (2019)
  • Tеpantorеr Jotsna (2020)
  • Kholnayokеr Chithi (2021)
  • Manushkhеko (2021)
  • Calling Bеll (2022)
  • Neel Chokh (2023)


Series


  • Char Chor (2023)


Dеspitе hеr young agе, Raaya has alrеady madе an indеliblе mark on thе litеrary landscapе of Bangladеsh and hеr futurе еndеavors arе promising.


Ummеy Salma Raaya continuеs to writе, captivating rеadеrs with hеr words and pushing thе boundariеs of Bangladеshi litеraturе. Hеr unwavеring dеdication to hеr craft, couplеd with hеr ability to еvokе profound еmotions through hеr work, solidifiеs hеr status as a prominеnt figurе in contеmporary litеraturе.)

Show more
1
50
https://avalanches.com/bd/bogra_hamari_pahchan_ngos_vision_education_for_all_6716044_07_06_2023

Hamari Pahchan NGO’s Vision: Education for All

What is Hamari Pahchan NGO? It is a non-profit organization that is dedicated to its vision of Education for All. The NGO was founded with the belief that education is a fundamental right that should be accessible to everyone.

How did the vision of Education for All come about? The founders of the NGO recognized the disparities that existed in education and the limited access to education in impoverished communities. They wanted to create a platform that provided equal educational opportunities to all, regardless of social or economic backgrounds.

The significance of education cannot be overstated. Education can lift individuals out of poverty, improve health outcomes, and drive economic growth. It is also a vital tool in promoting gender equality and reducing social disparities.However, despite the importance of education, there are challenges in achieving the vision of Education for All. Poverty, lack of resources, and cultural barriers can all hinder access to education. Hamari Pahchan NGO aims to address these challenges and make quality education accessible to all.

The Impact of Education

Education is the foundation of every society, and its impact is far-reaching. It plays a significant role in not just enhancing our cognitive skills but also in improving overall well-being. Education is the key to unlocking a brighter future and creating empowered citizens. Hamari Pahchan NGO recognizes the importance of education and is committed to ensuring that it is accessible to everyone.

Education has the power to reduce poverty by providing individuals with the tools they need to build a better life for themselves and their families. It increases earning potential and job opportunities and empowers individuals to become self-sufficient. By educating women and children, we can reduce poverty rates and build stronger communities.

Moreover, education has a direct impact on improving health outcomes. Educated individuals are more likely to make informed decisions about their well-being and adopt healthier lifestyles. They are also more likely to seek medical attention when needed and adhere to treatment plans, leading to better health outcomes overall.Education is a catalyst for economic growth. It provides individuals with the necessary skills and knowledge to participate in the workforce, leading to an increase in productivity and innovation. It also promotes entrepreneurship and creates job opportunities, leading to economic growth for communities and the country as a whole.

Finally, education plays a critical role in promoting gender equality. Education empowers women and girls, giving them the tools they need to become leaders in their communities and the workforce. It also leads to a reduction in gender-based violence and discrimination, creating a more equal and just society for all.

In conclusion, education is a fundamental right that should be accessible to everyone. By improving education access and quality, we can create empowered communities and build a brighter future. Hamari Pahchan NGO is doing its part to make this vision a reality, but it takes a collective effort to achieve Education for All. Let’s work together to create a better world through education.

The Work of Hamari Pahchan NGO

Hamari Pahchan NGO is an organization that has made it their mission to provide education to people who are unable to get it themselves. To achieve this goal, Hamari Pahchan NGO’s Drishti Project is making a significant contribution to education by bridging the gap between privileged and underprivileged children in India. Through interactive sessions, distribution drives, and vocational training programs, the organization empowers children and equips them with essential skills for a brighter future. They have reached out to over 11,250 children, conducted 3,000+ distribution drives, and introduced the “Gadgetshala” initiative to enhance learning experiences.

In conclusion, Hamari Pahchan NGO is an excellent example of an organization that is doing invaluable work in helping people to achieve their dreams through education. It is essential to support their vision of providing education to all, especially to disadvantaged individuals so they can have better opportunities and a brighter future. By supporting Hamari Pahchan NGO’s efforts, we can help send a child back to school and make a meaningful impact on their education and dreams. Together, let’s ensure that every child has equal opportunities for a quality education.

The Importance of Community Support

Community involvement is at the heart of Hamari Pahchan NGO’s vision of Education for All. The success of any educational initiative depends largely on the active participation of the community. When parents, teachers, and local leaders are actively involved, the education system becomes more effective, and students are better supported.

Community support is an essential part of the organization’s initiatives. Collaboration with local schools and other organizations is also key to their success. This collaboration enables Hamari Pahchan NGO to identify and address the most pressing educational needs of the community. By working together, organizations can provide a more comprehensive approach to educational support, which yields better outcomes.

The impact of community support on the success of Hamari Pahchan NGO’s initiatives cannot be overstated. The NGO has worked hard to create strong partnerships with local organizations and community leaders, which has helped to ensure that their educational programs remain relevant, effective, and sustainable.

In conclusion, community support is key to the success of Hamari Pahchan NGO’s vision of Education for All. The organization’s community outreach and engagement efforts, along with their collaborative approach, have helped to create a culture of education, empowering underprivileged individuals to create successful futures.

Conclusion

Phew! Education for All – that’s a huge task, but certainly one that is worth achieving. To recap, we have explored the significance of education, the impact it can have on poverty reduction, health outcomes, and economic growth. We also learned about Hamari Pahchan NGO’s approach to making Education for All a reality and the importance of community support in achieving this goal.

But why should we care? The potential impact of achieving Education for All is immense. By providing education to all, we can eradicate illiteracy, reduce poverty, and promote gender equality. It can also pave the way for better healthcare and economic growth, positively impacting individuals, communities, and nations.

To support this vision of Education for All, we must extend a helping hand to organizations like Hamari Pahchan NGO. Whether through donations or volunteer work, we can contribute to their efforts and make a significant impact. Remember, every little step counts.

On a final note, let’s make a conscious effort to promote education and create a better future for ourselves and generations to come. Trust me, it’s worth it!

Show more
0
3
https://avalanches.com/bd/shariatpur_adorn_mahin_biographic_article5690931_27_12_2022

Adorn Mahin - Biographic Article

Adorn Mahin (born: 18 May 2004) is a Bangladeshi Singer-Songwriter, Music Composer, Author, and a Multi-Instrumentalist from Bangladesh. He is The Founder, Main Vocal, Lyricist and Lead Guitarist of the Rock band named “Abyssfectus”. He is also a Founder, Owner, Lyricist and Music Composer of the Studio “Adorn Lab”.


Solo Career

Adorn Mahin is A Passionate Musician. He interested in music from an early age, in 2016 he started his musical journey. After 2020 he start his musical career as an Instrumental Artist. Performing at a variety of venues, making dozens of appearances and continuing to record new singles like; Snow with Beat(2021), Vibe of Summer(2022), Crazy Ghost(2022). Adorn has been earning the admiration and affection of fans since 2021. Since 2022 he Released his first Instrumental Album "Zero Express".


Musical Groups

Adorn and his brother panned for starting a band together. In 2022 they Named a Band called “Abyssfectus”. His brother HR Fahim is a Drummer, Co-founder and Manager of the band. And Adorn is the Founder, Main Vocal, Lyricist and Lead Guitarist of the Band.


Early Life

Tajbhir Ahmed Mahin (also know as Adorn Mahin) is a Bangladeshi Singer-Songwriter, Composer, and a Multi-Instrumentalist. He born on 18th May 2004 in Dhaka Bangladesh. Adorn Started his musical journey as an independent all-rounder musician. In a single effort he learnt to play Tabla, Drums, Guitar and Vocals.


Social Links


Facebook; https://facebook.com/AdornMahen

Instagram; https://instagram.com/adornmahin

Twitter; https://twitter.com/AdornRockzz

YouTube; https://youtube.com/@AdornMahin

Show more
0
117
https://avalanches.com/bd/dhaka_mdmizarulislammilon_mizarulislammilon_milon_mizarulislam_mizarul5283046_03_12_2022

#mdmizarulislammilon

#mizarulislammilon

#milon #mizarulislam

#mizarul #mdmizarulislam

0
4
https://avalanches.com/bd/bogra_when_and_why_singer_tamal_hadiul_got_the_pseudonym_heemadrit_4885540_16_10_2022

Tamal Hadiul is a popular singer among the young generation of Bangladeshi audience. he is also known by his pen name Heemadrit. But many people do not know why he was given such a name. Today we will try to take a look at those things.

Heemadrit is a Bengali word. Where two words come together to produce this word. Bengali language 'Heem' means coolness, mist, cold etc. And 'Adrito' in Bengali means to cover or keep covered. Together the words Heemadrit mean 'Covered With Cold Mist'.


When Tamal Hadiul was only 12 years old, Tamal's grandfather gave him this nickname for a special reason. It was November 17, 2014. From childhood, Tamal Hadiul felt a lot of attraction towards cold fog and Chad. From that he was given this name. Later, when Tamal Hadiul's popularity continued, people became curious about the name Heemadrit, a special alias of Tamal. According to some, Tamal Hadiul has two characters. One Tamal the other Heemadrit.

Show more
0
106