Unknown crocodile
0 Subscriptions 0 Followers
সাবেক ভি পি,কসবা উপজেলা মাটি ও মানুষের নেতা মুহাম্মদ ইকলিল আজম ভাইয়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি""""
গত ২৭ সেপ্টেম্বর ২০২০ইং একটি দৈনিক নিউজ "দৈনিক মানবজমিন" পত্রিকা ব্রাহ্মণবাড়িয়া জেলার গণমানুষের নেতা কসবা-আখাউড়া বিএনপির জননন্দিত নেতা আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়ার নামে একটি মিথ্যা বানোয়াট , ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত মনগড়া সংবাদ প্রচার করেন, যাহার আজো কোন সত্যতা নেই।
আজ এক বিবৃতিতে জনাব ইকলিল আজম কসবা উপজেলা জাতীয়তাবাদী পরিবার [কসবা উপজেলা বিএনপি,পৌর বিএনপি ,উপজেলা যুবদল,,উপজেলা ছাএদল ও সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এই মিথ্যা সংবাদের তীব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
প্রচারেঃ সিরাজুল হক ইমু
সাধারণ সম্পাদক পদ প্রার্থী কসবা উপজেলা ছাত্রদল।
প্রিয়,
ছোট এবং আমার সকল শুভাকাঙ্ক্ষী
দেশের এই ক্লান্তি লগ্নে বিশ্বমহামারী করোনা নামক জীবাণু অশ্রের মুখে দারিয়ে আজ পুরো মানবজাতি,
আর এই দুর্যোগ কালিন মূহুর্তে একটা অনাকাঙ্ক্ষিত এক্সিডেন্টে অসুস্থ হয়ে বাসায় আজ অনেক দিন,
তোদের সবাই কে ফোন দিয়ে খোঁজ খবর নিতে পারছি না,তাল চত্বরে (মিলন স্থানে) যাওয়া হয়না তাই আর দেখাও হয় না অনেক দিন ।তার মধ্যে অমি অসুস্থ হওয়ার পর ফেইসবুকে একটা পোস্ট করেছিলাম
"আমাকে কেউ দেখতে আসার ও প্রয়োজন নেই"
আমার এই স্টেটাস এর কারনে অনেকেই আমার উপর রাগ করে আছিস। আসলে আমার এই স্টেটাস টা আমি বাচার জন্য দেইনি আমি আমাদের পুরো দেশের কথা ভেবেই বলেছিলাম। একটু চিন্তা করে দেখ, ১,২,৩,৫,৯,১৮,৩৫,৪১,৫৪,১১২,৯৪,৫৮, ১৩৯,,,,,,,,,,আজ ৪৬৮৯ জনে দাড়িয়েছে করোনা ভাইরাস আক্রান্ত রুগী। এই মুহূর্তে ঘরে থাকা ছাড়া আমাদের বাচার কোন উপায় নেই। তাই আমি আবারো বলি ঘরে থাক নিজে এবং নিজের পরিবার কে সুস্থ রাখ।সবাই যেখানে আছিস, সাবধানে থাকিস, আমার জন্য দোয়া করিস।আর যে কোন প্রয়োজনে আমায় ফোন দিছ।
ভালো থাকিস ভাই আমার.....!
সব শেষে রমজানের শুভেচ্ছা নিছ।
আল্লাহ হাফেজ।???