Unknown crocodile
0 Subscriptions 0 Followers
মীর আজিজ হাসান, সাতক্ষীরা প্রতিনিধি।
শ্যামনগর থানার গাবুরায় বড়ভাই মীর আব্দুর রাজ্জাক কর্তৃক আপন ছোটভাই মীর আজিজ হাসানকে বাগদা চিংড়ি ঘেরের হিস্যা না দিয়ে ঘের জবরদখলে রাখা ও সম্পত্তি গ্রাস করার অভিযোগ পাওয়া গেছে।
এতোকিছু ঘটার পরও আপনি নিশ্চুপ কেন? কেন আপনি এতোদিন কোন আইনের আশ্রয় নেননি? প্রতিবেদকের এমন প্রশ্নে ফরিয়াদী মীর আজিজ হাসান জানালেন বড়ভাই একজন সমাজ সেবক পরপর দু’বার এলাকায় মেম্বারি করেছেন সমাজে তার একটা ইজ্জত আছে, তাকে বেইজ্জত করতে চাইনি কিন্ত তার ইজ্জত তিনি রাখছেন না, তাই আর পারছি না।
বাদীর বর্ণনায় তিনি বিবাদী কর্তৃক হুমকিধামকি, নিজে ও পারিবারিক নিরাপত্তাহীনতার মাঝে অতিকষ্টে কেশবপুরে ভাড়া বাসায় থেকে দু’মেয়ের পড়ার খরচ চালাতে হিমসিম খাচ্ছেন ও মানবেতর দিন কাটাচ্ছেন। তিনি ঘেরের লভ্যাংসের ২.৫০০০০ (দুইলক্ষ পঞ্চাশ হাজার) টাকা, ১০বিঘা জমির হারী (৫x৫০০০) বাবদ ২.৫০০০০ (দুইলক্ষ পঞ্চাশ হাজার) টাকাসহ নিজের ও ডিডকরা জমি ফিরে পাওয়া সহ সংশ্লিষ্ঠ নিরাপত্তা কর্তৃপক্ষের কাছে তার ও পারিবারিক নিরাপত্তা দাবী করেছেন।
এ রিপোর্ট লেখার সময় কেসের প্রস্ততি চলছিলো, এবিষয়ে অভিযুক্ত মীর আব্দুর রাজ্জাকের ব্যাবহৃত ০১৭২১ ১৯৫০** নম্বরে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।।
তারিখ: ০৬/০২/২০২২
মোবাইল নং- 01716 144548
Email: [email protected]০২২
রাতে সেজভাই সারা ঘরে কাগজপত্র মেলে রেখে কোন একটা দলিল খুজতেছিলো হঠাৎ আমি যাওয়াতে তিনি অনেকটাই অপ্রস্তত হয়েছিলেন। আমি ভাবছিলাম এরকম তো কোনদিন দেখিনি হঠাৎ কেন এ পরিবর্তন? ভাবতেই আমার চোখ আটকে যায় একটা হলুদ রংয়ের নোটিশে যার বাদী-মীর আব্দুর রাজ্জাক বিবাদী- মীর আজিজ হাসান মানে আমি, কিন্ত এতো চোখের মাঝ থেকে সেটি সরাবো কিভাবে? কথা বলতে বলতেই পা দিয়ে বস্তটি সরায়ে হস্তহত করি।
কি ছিলো চিরকুটটাতে? না এটি মহামুল্যবান কিছু নয় একটা কেসের নোটিশ মাত্র, একজন বড়ভাই তার স্বীয় ছোট ভাইয়ের বিরুদ্ধে কেস চালিয়েছে, কিন্ত প্রশ্ন হলো ১৯৮৫ সালের নোটিশ কেন ২০০৬/০৭ সালে দেখতে পাচ্ছি!! ১৯৮৫ সাল মানে তখন আমার বয়স ১২/১৩ বছর আর আমার নামে কেস চলে অথচ আমি নিজেই এ বিষয়ে কিছুই জানিনে। কারন সুপরিকল্পিতভাবে নিখুত ফর্মুলায় কেসটি করা হয়েছিলো ও নোটিশগুলি গায়েব করা হয়েছিলো। জানিনা কবে নাগাদ কেসটি করা বা কতোদিন কেসটি চলেছিলো, কি আদৌ তা নিস্পত্তি হয়েছে কিনা, আমি কিছুই জানতে পারিনি। আনেক ঘেটেছি কিছুই পাইনি, সুকৌসলে আদালতের সকল আলামত নষ্ট করা হয়েছে। বড় ইচ্ছা ছিলো কেসের আরজিতে কি ছিলো সেটি দেখার কিন্ত আমার সে আশা অপূর্নই রয়ে গেছে।
যখন ছোট ছিলাম মা’র মুখে অনেকবার শুনেছি ভিটাবাড়ী সহ ৪০বিঘা জমি আমাদের ছোট দু-ভাইকে বাবা দানপত্র করে গেছেন কিন্ত তা প্রবেট করার পূর্বেই তিনি (বাবা) পরলোকগত হয়েছেন। কেসের বাদীপক্ষ প্রভাবশালী কেউ কেউ প্রসাশনের কর্মকর্তা, মুখে যাই বলি দৈহিক, মানসিক সর্বোপরি বান্ডিল মারার ভয় তো আছেই … … … উকিলের পরামর্শ নিয়েছি এগোতে পারিনি কোন এক অজানা কারনে।
একটি প্রশ্নের উত্তর আজো মেলাতে পারিনি, যে কি করে বছরের পর বছর আদালতের নোটিশ গায়েব করা যায়, কিভাবে আদালতের সকল আলামত যেমন আরজি, শুনানী, রায় ও মামলার হাল হকিকত গায়েব করা যায় সর্বোপরি বিষয়টি ৪০ বছর কাল গোপন রাখা যায়। আর কেনইবা একজনের হক নষ্ট করে তাকে তার অধিকার থেকে বঞ্চিত করতে হয় তা এখনও বুঝে আসেনা।
সীমাবদ্ধ জ্ঞানে বিষয়টি যে কতোটা গুরুত্বপূর্ন নাকি গুরুত্বহীন তা আর বোঝা হোল না, যা বুঝেছি তাহলো হয়তো পাগল সাজিয়েছে নয়তো মরবার আগেই আমাকে মেরে ফেলেছে, সত্যি ভাবতে অবাকই লাগে যে আমি মরেও এখনও বেঁচে আছি!!! আমি স্রোতের বিপরীতে চলা মানুষ না হলেও পারিবারিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষা যা আছে তাতে কালোকে-কালো আর সাদাকে-সাদা বলতে আমার বাঁধেনা। উইলের বিষয়ে আমার মৌনতার কারন ভিন্ন আমি বরাবরই মোটাকাপড় মোটাভাতে বাঁচতে চেয়েছি, আমি একা বাঁচতে চাইনি, পরিবারের সবাইকে নিয়ে বাঁচতে চেয়েছি, গাড়ী-বাড়ী আমি কোন কালেও চাইনি। আমার আর আমার বাচ্চাদের উপর অনেক অবিচার হয়েছে যা নিরবে সহ্য করে গেছি কিন্ত সহ্যের ও সীমা আছে, আর নিতে পারছিনা, নিরবধি মর্ম্মপীড়ায় জ্বলছি অন্তহীন সে জ্বলা।
নিন্দুকেরা নাক সিটকাবে সত্যি, কিন্ত কারো না কারো কলিজা যে বরফ হবে তা আমি নিশ্চিত, সেখনেই আমার স্বার্থকতা।। (ক্রমশঃ প্রকাশ্য)
মীর আজিজ হাসান (যশোর), কেশবপুর প্রতিনিধি।
===============================
কেশবপুর উপজেলার গড়ভাংগা বালিকা বিদ্যালয়ে আজ সোমবার বিকাল ০৩ ঘটিকার সময় একমাস মেয়াদী হকি প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে।
একমাস মেয়াদী হকি প্রশিক্ষন কর্মশালা পরিচালনা করবেন গড়ভাংগা বালিকা বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক সাইদুল ইসলাম।
গড়ভাংগা বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৭নং পাঁজিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সুযোগ্য সাধারণ সম্পাদক ও চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি জনাব আব্দুল আহাদ আলবাহার।
বিশেষ অতিথি হিসাবে অত্র প্রশিক্ষন কর্মশালায় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি সিদ্ধান্ত বসু ও গড়ভাংগা বালিকা বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক সুপ্রভাত বসু।।
তারিখঃ 16/11/2021
মোবাইল নং- 01716 144548
10:33 Dec 15, 2021
50bdt
মান সম্মত দন্তসেবায় ‘কেয়ার ডেন্টাল’
উন্নত যন্ত্রপাতির সাহায্যে অত্যান্ত কমখরচে দাঁত ও মুখের যাবতীয় চিকিৎসা সেবা পেতে আজই চলে আসুন ‘কেয়ার ডেন্টাল’ মেইন রোড, গাজীর মোড়, জামে মসজিদের উত্তরপার্শ্বে ২য় তলা, কেশবপুর, যশোর। আপনার সিরিয়ালের জন্য আজই যোগাযোগ করুন। জরুরী প্রয়োজনে মোবাইল নং- 01716 144548