সোমবার (৪ এপ্রিল ২০২০)শৈলকূপা বৃত্তিপাড়া ব্রীজক্লাবের পক্ষ থেকে মাজহারুল ইসলাম রাজা, সিরাজুল ইসলাম টিপু, রেজাউল করিম,মোহাম্মদ রফি, জাকারিয়া হোসেন সুমন শফিকুল ইসলাম, বাতাস, মেহেদী হাসান ,মিরাজ মোরশেদ খাদ্য সামগ্রী বিতরণ করেন ।
মাজহারুল ইসলাম রাজা জানান, আগে থেকেই আমার মাথায় ছিলো এই রমজানে গ্রামের অসহায় মানুষের জন্য কিছু করার কিন্তু যখন সারা বিশ্বে মহামারি করোনার ছোবলে আক্রান্ত তখন, আমি দেখি আমার গ্রামের গরিব অসহায় অনেক মানুষ অনাহারে জীবন জাপন করছে । তখন আমি আমার গ্রামের সকল চাকুরী জীবিকে সাহায্যের হাত বারিয়ে দিতে বলি এবং সবার সঙ্গে যোগাযোগ করি । ব্রীজক্লাবের সবার সহযোগিতায় মাত্র এক সপ্তাহে আমি ৫০,০০০ হাজার টাকা উঠাতে সক্ষম হয় এবং প্রায় ১১০ টি পরিবারের অন্ততপক্ষে ১৫/২০ দিনের মতো খাবার পৌঁছে দিতে সক্ষম হয় ইনশাআল্লাহ্ এবং এখন থেকে প্রতিটা মানবিক কাজে বৃত্তিপাড়া ব্রীজক্লাবের পক্ষথেকে গরীব অসহায় মানুষের পাশে সদা সর্বদা আমরা আছি থাকবো আমরা সবাই অঙ্গীকার বদ্ধ ।
ছাত্রলীগ নেতা সোহার্ত হাসান মামুন বলেন আমাদের এই বিবিসি বৃত্তিপাড়া ব্রিজ পক্ষ থেকে ছিন্নমূল মানুষের কাছে উপহার পৌঁছে দেয়ার চেষ্টা। আমি ধন্যবাদ জানাচ্ছি মাজহারুল ইসলাম রাজা কাকা কে। তিনি যেভাবে অসহায় মানুষের জন্য আমাদের গ্রামের যত চাকরিজীবী আছেন তাদের কাছ থেকে আর্থিক সহযোগিতা চেয়ে সম্পূর্ণ নিজের চেষ্টায় যেভাবে রাতদিন কাজ করে চলেছে অনেক অনেক ধন্যবাদ জানাই এই জন্য। আমি সবার কাছে দোয়া চাই যেন এভাবেই আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। আমরা সরকারের দিক নির্দেশনা মেনে চলি। আমাদের যার যতটুকু সামর্থ্য আছে তাই নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমাদের এই কাজে সহযোগিতা করেছেন ।
এই দুর্যোগে দেশের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেশের সকল বিত্তবানদের প্রতিও তারা আহ্বান জনান ।